ঢাকা (রাত ১১:৩৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


হাতিবান্ধায় বিদ্যুৎ এর দাবীতে মহাসড়কে বিক্ষোভ

হাতিবান্ধায় বিদ্যুৎ এর দাবীতে মহাসড়কে বিক্ষোভ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ১১:১৩, ১৭ মে, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি :   লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের দাবিতে মহাসড়কে বিক্ষোভ  করেছে ক্ষুদ্ধ গ্রাহকরা। গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় মহাসড়কটি দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। শুক্রবার, ১৭ মে ইফতারের পর বড়খাতা ও ফকিরপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে স্থানীয়রা এ অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ দিন ধরে বড়খাতা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই। পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে বারবার কতৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে এসেছেন।

এদিকে ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। পরে তাঁর দেওয়া আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।
হাতীবান্ধা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র (নেসকো) সূত্র জানায়, মূলত ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে বিদ্যুৎ বিভাগ পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT