ওবায়দুর রহমান শনিবার রাত ১০:২৬, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে হামলা ও সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে ময়ময়নসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই হামলার ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে বক্তরা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে হামলা করেছে। তাদের হামলায় সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছে। আমরা এই হামলার ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ শ্রম বিষয় আলিমেল হাকিম মুন্সী শাকিব, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন নাজিম, শফিকুল ইসলাম, সদস্য আল-মামুন, আশিকুর রহমান পিয়াস, মাহবুব আলম তালেব, গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেম মিয়া, সদস্য সচিব জুয়েল মিয়া, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোকন ইসলাম, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া, সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন মিয়া, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফারুক, সদস্য সচিব মিন্টু মিয়া, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জু মিয়া, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান প্রমুখ।