ঢাকা (সকাল ৯:৪৬) মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বাবা’র হত্যাকারীর ফাঁসি চাইলেন ছেলে Meghna News উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাগরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Meghna News প্রেমের টানে ভারতীয় শাবনূর চাঁপাইনবাবগঞ্জে Meghna News প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন Meghna News অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ২০.৬৫ শতাংশ Meghna News জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত Meghna News দাউদকান্দিতে বিএনপির উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস পালিত Meghna News দেশব্যাপী আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত Meghna News লোহাগড়া পৌর যুবদল নেতা সাইফুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত Meghna News ছাত্রশিবির নেতা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সোমবার যান চলাচল শুরু হচ্ছে তিনটি ফ্লাইওভারে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০২:৫১, ২৫ এপ্রিল, ২০২২

ঈদের আগে সড়কে যানজট নিয়ন্ত্রণে, জয়দেবপুর থেকে অ্যালেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত, তিনটি ফ্লাইওভার আজ সোমবার (২৫ এপ্রিল) যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এতে যানজট সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে বলে আশাবাদী তিনি।

গতকাল রবিবার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।

মো. নজরুল ইসলাম বলেন, নওজোর, সফিপুর ও গড়াই এই তিনটি ফ্লাইওভার আমরা সোমবারের মধ্যে খুলে দিচ্ছি। এই তিনটি ফ্লাইওভার খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে। গত শনিবার (২৩ এপ্রিল) আমি ব্যক্তিগতভাবে এগুলো পরিদর্শন করতে গিয়েছিলাম। এ তিনটি ফ্লাইওভার চালু হলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।

সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতুও সোমবার খুলে দেওয়া হবে বলে জানান সড়ক সচিব।

তিনি আরও বলেন, আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে অ্যালেঙ্গা হাটিকুমরুল- এ করিডোরেও যানজটের অভিজ্ঞতা আছে। বিআরটি করিডোরে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে আমরা রাস্তাটা চলাচলের উপযোগী করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন করেছি।

সেই সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও জানান তিনি।

সড়ক সচিব বলেন, অ্যালেঙ্গা মোড়ে ইন্টারসেকশনগুলো চওড়া করে দিচ্ছি। বঙ্গবন্ধু সেতু দিয়ে যে গাড়িগুলো আসবে এদিকে তারাকান্দা, মধুপুর, ঘাটাইল দিয়ে জামালপুর ও ময়মনসিংহে যাওয়ার একটা রাস্তা আছে। হাইওয়ে পুলিশের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ময়মনসিংহ-জামালপুরের গাড়িগুলো সেদিক দিয়ে ডাইভার্ট করার একটা অপশন আমরা রেখেছি।

তিনি আরও বলেন, এবার করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনায় রেখে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের কন্ট্রোল রুম আছে, সেটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা সিসিটিভি ক্যামেরাও বসাচ্ছি। আমরা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করবো। পুলিশ বিভাগের পক্ষ থেকেও প্রস্তুতি রয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT