ঢাকা (সকাল ১১:২১) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৭, ২৭ জুলাই, ২০২১

২৭ জুলাই মঙ্গলবার,মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন জিওসি ১৭ পদাতিক ডিভিশন সেনা টহল ইন এইড টু সিভিল মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। সেখানে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। দুপুরে শহরের কুসুমবাগ এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন শেষে তিনি বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে এবং প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।

এসময় তিনি কয়েকজন দোকানের মালিকের কাছ থেকে জানতে চান, যে তারা দোকান কখন খোলেন ও কখন বন্ধ করেন,ক্রেতাগণ মাস্ক পরে দোকানে আসে কিনা,পার্সেল এর মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করা আছে কি না।

একইসঙ্গে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম তৎপরতার বিষয় মডারেটরদের সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন-টহল অধিনায়ক মেজর হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাবরিনা রহমান।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনেও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক গুলো অনেকটা ফাঁকা ছিল। তবে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় মানুষের অনেক  সমাগম ছিলো।শহরের প্রবেশ মুখ ও ৭ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র‌্যাব, পুলিশের টহল জোরদার রয়েছে। শহরে প্রবেশ মুখে ও বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সেখানে রোগীর গাড়ি ব্যতিত অন্যান্য যানবাহন ও লোকজনের উপর করা নজরদারি রাখা হচ্ছে, যাহাতে কেহ অযথা ঘর থেকে বাহিরে না আসতে পারেন,পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগন স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

এদিকে মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ৪১ দশমিক ৯ শতাংশ।এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা  ৪ হাজার ৮৮২ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT