সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো লায়ন্স ক্লাব
মোঃইবাদুর রহমান জাকির বৃহস্পতিবার রাত ১০:০৫, ২০ আগস্ট, ২০২০
লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্দোগে বন্যায়ক্ষতিগ্রস্থ আড়াই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী: চাউল, ডাল, ময়দা, তৈল, পিয়াজ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও হাত ধোয়ার সাবান বিতরণ করলো বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দরা বলেন, সারা বিশ্বের প্রায় ২১০টির অধিক দেশে তাদের সেবার কার্যক্রম বিস্তৃত। যেখানে প্রাকৃতিক দুর্যোগ সেখানে সর্বাগ্রে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫বি-১ এর জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান, ডিস্ট্রিক্ট কনভেনশন চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন কাদের শিকদার, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ রাজিব মিয়া,আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, এ্যাডভাইজার টু ডিজি’স কাউন্সিল লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লায়ন সামসুল আলম খান সাজু, আরসি হেডকোয়াটার লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, সাজুয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট গভর্নর প্রটোকল লায়ন আমিন উদ্দিন আহমদ, আরসি হেড কোয়াটার লায়ন ইমরান আহমদ, লিও ডিস্ট্রিক্ট চীফ এ্যাডভাইজার লায়ন তানভীর আহমদ, লিও ডিস্ট্রিক্ট ক্লাব চেয়ারম্যান লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, লায়ন মিছবা উদ্দিন, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, জোন চেয়ারম্যান লায়ন এডভোকেট গংগেস চন্দ্র দাস, রিজিওন এ্যাডভাইজার লায়ন আব্দুল হামিদ, জোন এ্যাডভাইজার লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন মুহিতুর রহমান, লায়ন অজিত কুমার ভট্রাচায, লায়ন মোসাব্বির মুসা, লায়ন হুমায়ুন আহমদ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও এসএম আলাউদ্দিন ভুইঞা আলো, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আরিফ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ত্রীড়া সংগঠক দেওয়ান এমদাদ রাজা, সাংবাদিক বুরহান উদ্দিন।