ঢাকা (রাত ৪:৩২) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ পরির্দশন করলেন পানি সম্পদ উপমন্ত্রী

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার রাত ০২:১২, ৮ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের বোর ফসলী জমির বাঁধ পরির্দশন করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

গতকাল ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়নের চন্দ্র সোনার তাল ও ডুবাইল হাওর রক্ষা বাঁধ পরিদর্শনকালে পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কোন দুর্নীতি হতে দেবনা, যদি সরকারী চাকরীজীবী হয়, এই দুর্নীতির সাথে যারা যারা সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক সরকারী কর্মকর্তাগণ চাকরী হারিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) বাঁধের অনিয়ম হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শামীম আরও বলেন, সুনামগঞ্জের বিশাল হাওর, তাই এই হাওরের ফসল রক্ষা করা একান্ত জরুরী। তাই হাওর রক্ষা বাঁধে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। আওয়ামীলীগ সরকার হাওরের বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, অন্যান্য হাওরে প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মহা পরিচালক ফজলু রশীদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, উপ-মন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ,ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসসহ সরকারী, বেসরকারী কর্মকর্তাগণ।

জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালি বাঁধ ভেঙ্গে টাঙ্গুয়ার হাওর তলিয়ে যাওয়ার পর নবাগত উপজেলা মধ্যনগর, ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল, ডুবাইল হাওর রক্ষা বাঁধ, দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জসহ প্রায় ১১টি উপজেলায় হাওর রক্ষা বাঁধের ব্যাপকভাবে অনিয়মের খবর পাওয়া যায়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT