ঢাকা (রাত ২:২৯) শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রচারণায় ব্যস্ত ব্যারিস্টার ইমন

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock রবিবার বিকেল ০৫:০৬, ২ জানুয়ারী, ২০২২

আসন্ন ৫ জানোয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম রাজা চৌধুরীর নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১ জানোয়রী শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজাপুর বাজারে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় সহস্রাধিক জনসাধারণ অংশ গ্রহণ করে।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন,বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন,সাধারণ সম্পাদক শহিদ ইকবাল,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তার উজ্জামান সেলিম,সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক প্রফেসর ড.রফিকুল ইসলাম তালুকদার,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।

এছাড়াও সভায় বক্তব্য দেন সদ্য নির্বাচিত মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদে নৌকার মনোনীত চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রাজা চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুতফুর রহমান উজ্জ্বল, শাহ আলী আকবর,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বখতিয়ার আমীন অপু, উপজেলা ছাত্রলীগে সহ সভাপতি নাদীম কবীর, সাধারণ সম্পাদক আল আমীন খান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT