সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ইবাদুর রহমান জাকির,সিলেট বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫১, ৫ আগস্ট, ২০২১
বৃষ্টিপাত কিছুটা কমায় এবং রোদ ওঠায় বেড়েছে সিলেটে গরমের অনুভূতি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে দুই দিনে বৃষ্টিপাত বাড়াস আভাস রয়েছে। তখন গরমও কমবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার (৪ আগস্ট) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সিলেটে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
এদিকে, গত কয়েকদিন ভারী বৃষ্টির ফলে সিলেটের সুমরা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। একই সাথে পানি বাড়ছে ধলাই নদীরও।
পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সবশেষ ১৫ ঘণ্টায় বেড়েছে দশমিক ৩২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে দশমিক ২০ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে দশমিক ৩৯ পয়েন্ট, শেওলা পয়েন্টে দশমিক ৩৪ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে দশমিক ৯ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে দশমিক ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
ধলাই নদীর পানি সবশেষ ১৫ ঘণ্টায় বেড়েছে ১৪ সেন্টিমিটার আর গোয়াইনঘাটের সারি নদীর পানি ১৭ সেন্টিমিটার কমেছে।
গতকাল বুধবার (৪ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ড সিলেট থেকে এ তথ্য জানানো হয়।