সিঁদেল কাটা চোর আতংকে মেঘনার গ্রামের মানুষ
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার সন্ধ্যা ০৬:২১, ১৬ মার্চ, ২০২১
কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাক্ষ্মন চর নওয়া গ্রামে সিঁদেল কেটে দুটি চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে। জানা যায়,” ঘরের দরজা জানালা বন্ধ করে সকলেই যখন ঘুমের ঘরে বিভোর।তখন নোয়াগাঁও গ্রামের আলমগীর হোসেন ও গ্রামের মসজিদের ইমাম জহিরুল ইসলাম এর বসত ঘরে সিঁদকেটে (স্থানীয় ভাষায় হীন কেটে) চোর ঢুকে আলমিরা ও সোকেস ভেঙে স্বর্ণলাংকারসহ,মোবাইল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।”
ঐ গ্রামের নজরুল ইসলাম জানান,”ছিচকে চোর, সিঁদেল কাটা চোর আতংকে এখন রাত জেগে থাকে প্রায় গ্রামের মানুষ। কারণ ঘুমালেই চোরেরা চুরি করে মালামাল নিয়ে যায়। কোথাও না কোথাও প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটছে তাই তিনি এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর(থানা পুলিশ) সুদৃষ্টি কামনা করছেন।”
মেঘনা থানার অফিসার–ইন–চার্জ আব্দুল মজিদ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,”চুরি হয়েছে এ খবর কেউ আমাকে জানাই নি। কিংবা থানায় কোনো অভিযোগও দেয় নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থ নিবো।“