ঢাকা (সন্ধ্যা ৬:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাম্প্রদায়িক হামলার বিচারের দাবীতে গৌরীপুরে উদীচী’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার সন্ধ্যা ০৬:৩২, ২২ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াপাড়া গ্রামে স্থানীয় ৮৮টি হিন্দু পরিবারের উপর সাম্প্রদায়িক হামলা, লুটপাট, ভাংচুরের প্রতিবাদে ও বিচারের দাবীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গৌরীপুর শাখা সংসদের উদ্যোগে সোমবার (২২ মার্চ) বিকেলে স্থানীয় পুরাতন সোনালী ব্যাংক সংলগ্ন কৃষ্ণচুড়া চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উদীচী গৌরীপুর শাখার উপদেষ্টা মুজিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী’র সহ-সম্পাদক সাইদুল ইসলাম মোল্লা, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ, ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আলী আশরাফ আবীর, গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উদীচীর সম্পাদকমন্ডলীর সদস্য শামীমা খানম মীনা, শচীন বিশ্বাস, উদীচী’র সদস্য সেলিম আল রাজ, সাংবাদিক রইছ উদ্দিন, শেখ মোঃ বিপ্লব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল রবি দাস, ছাত্র ইউনিয়ন উপজেলার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ছাত্রনেতা অর্পিতা কবীর এ্যানি, সাদিয়া আক্তার দিশাসহ আরো অনেকেই।

বক্তারা এ প্রতিবাদ সমাবেশে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT