ঢাকা (রাত ৪:৪৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের মৃত্যুতে শোক ও স্মরণ সভা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১০:৪৩, ২ অক্টোবর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের মৃত্যুতে শোক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছেশনিবার (০২ অক্টোবর) সকাল ১১টায় বিজয় মঞ্চে উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।

মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবু তৈয়ব সরদার, সোলায়মান আলী, আফজাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দা উম্মে হাবিবা পলি, রোজি বেগম প্রমূখ।
এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT