ঢাকা (বিকাল ৪:৪৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাপাহার সদর ইউনিয়ন পরিষদে সাড়ে ৩ কোটি টাকার বাজেট ঘোষণা

গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ Clock মঙ্গলবার রাত ০৯:৩৭, ২৪ মে, ২০২২

নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদে, আগামী ২০২২-২০২৩ইং অর্থ বছরের জন্য জনসম্মুখে সাড়ে ৩কেটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হল রুমে অসংখ্য সাধারণ মানুষের সামনে এ বাজেট পেশ করা হয়।

ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে, বাজেট সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫৪ লক্ষ ৯৩ হাজার ৪৮৬ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লক্ষ টাকা এবং গত বছরের উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৭১২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪২ লক্ষ ৪৮ হাজার ৫৮৬ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা, উদ্বৃত্ত ১৭ লক্ষ ৪৯ হাজার ৬১২ টাকা। বাজেট পেশ করেন ইউপি সচিব মহিদুল হক।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর নূর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোওয়ার, জেলা পরিষদ সদস্য ফাইমা। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT