সাপাহারে গরীবে নেওয়াজ ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ
আবু ইউসুফ,নওগাঁ বৃহস্পতিবার রাত ১১:০২, ২৬ নভেম্বর, ২০২০
নওগাঁর সাপাহারে অবিস্থত “গরীবে নেওয়াজ ক্লিনিকে ভুল অপারেশনে জহুরা বেগম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত জহুরা বেগম উপজেলার কৈকুড়ী গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী ও রোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১ মাস পুর্বে উপজেলা সদরে অবস্থিত গরীবে নেওয়াজ ক্লিনিকে জহুরা বেগমের সিজারিয়ান অপারেশন করেন কথিত সার্জন ডাঃ নুর মোহাম্মদ নুরু। এসময় ভূমিষ্ট হয় এক ফুটফুটে ছেলে শিশু। কিন্তু বিধি বাম! সাত দিন পর ক্লিনিক থেকে বাড়ীতে নিয়ে গেলে রোগীর পেট ফুলতে শুরু করে। এ অবস্থায় রোগীকে আবার ওই ক্লিনিকে নিয়ে আসা হলে চতুর ডাক্তার নুরু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। নিরুপায় হয়ে রোগীকে রাজশাহী নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারগণ ওই রোগীর পুনরায় অপারেশনের জন্য রি- ওপেন করেন।পরে দেখতে পান রোগীর ইমার্জেন্সি নাড়ী কেটে ফেলা হয়েছিল পূর্ববর্তী অপারেশনে।
এমতাবস্থায় রোগীর অবনতি দেখা দিলে জরুরী আইসিইউতে নেয়া হয়। গত বুধবার দিবাগত রাত ১০ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জহুরা বেগম মৃত্যু বরণ করে। উক্ত ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে স্থানীয় লোকজন সুত্রে জানা গেছে।
এ বিষয়ে ডাঃ নূর মোহাম্মদ নুরুর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, আমার অপারেশনে কোন ভুল ছিলোনা বরং রোগী করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট জনিত কারনে মারা গেছে। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, এখনো থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।