ঢাকা (সকাল ৬:৫৯) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সান্তাহার পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলেন তোফাজ্জল হোসেন ভূট্টো

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock শনিবার রাত ১০:৩৬, ১৬ জানুয়ারী, ২০২১

দুই বারের নির্বাচিত সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো আবারও নির্বাচিত হয়েছেন। আজ (১৬ জানুয়ারি)২০২১ ইং দ্বিতীয় ধাপের নির্বাচনে সান্তাহার পৌরসভার মেয়র হিসেবে ভুট্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন। তিনি বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে ৭৭৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪০২ ভোট। সদ্য নির্বাচিত মেয়র ভুট্টু প্রবাসী পাড়ায় ১৯৬৮ সালের ১জানুয়ারী জম্মগ্রহন করেন। তার বাবার নাম মৃত তাজের উদ্দিন এবং মায়ের নাম জায়েদা বেগম। তার শৈশব ও কৈশর কেটেছে সান্তাহার শহরে।

এক সন্তানের জনক তোফাজ্জল হোসেন ভুট্রু ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণীত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি মনে প্রাণে ধারণ করেন। ভুট্ট দীর্ঘদিন সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি সান্তাহার শাখার বাস মালিক সমিতি ও বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ক্লিন ইমেজের হওয়ায় তিনি ২০১১ সালের ১১ জানুয়ারি বিএনপির সমর্থন নিয়ে প্রথম বারের মত সান্তাহার পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর ২য় বারের মত মেয়র নির্বাচিত হন ২০১৫ সালে ৩০ডিসেম্বর। আজ ১৬ জানুয়ারী বেসরকারিভাবে নির্বাচিত হয়ে ৩য় বারের মতো হ্যাট্রিক করলেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৮ সালের মে মাসে ১০ দশমিক ৫৪০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে যাত্রা শুরু করা সান্তাহার পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ২০১৭ সালে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮০৪ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৩৬৮ জন।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT