সান্তাহারে সরকারী পুকুরে অবমুক্ত হলো বিলুপ্তি হওয়া মাছ
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) শুক্রবার রাত ০১:০০, ২৪ জুলাই, ২০২০
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে বগুড়ার সান্তাহারে স্থানীয় টিএনটি অফিসের সরকারী পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সান্তাহার পাবন ভুমি উপকেন্দ্রের উদ্দ্যোগে স্থানীয় টিএনটির সরকারী পুকুরে বিলপ্তি হওয়া ভেদা, কালবাউষ, আইকরসহ দেশী প্রজাতির প্রায় ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় সান্তাহার প্লাবনভুমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকতার্ ড, ডেভিড রিন্টু দাস, সান্তাহার টিএনটি অফিসের উপসহকারী প্রকেীশলী মোঃ সাখাওয়াত হোসেন হেলাল, ওবায়দুর রহমান ইকবাল, আব্দুল ওয়াহাব, মাসুদুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।