ঢাকা (রাত ৪:১৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাতক্ষীরায় সনাক্তকৃত প্রথম করোনা রুগির সন্ধান লাভ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০৩:০১, ১ মে, ২০২০

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় সঞ্জয় সরকার নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। জানা গেছে, গত ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ ৩০ এপ্রিল-২০২০ সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। আক্রান্ত ব্যক্তি তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের প্রভাস সরকার ( ফ্যালা) এর ছেলে ও সাতক্ষীরা সদরের গোপীনাথপুর অবস্থিত ঋশিল্পিতে কর্মরত বলে জানা গেছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশাসনের সাথে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা সকলের বাড়ি লক ডাউন করা হবে এবং পরিস্থিতি বুঝে তিনি বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, এই বিষয়ে তার সাথে বিস্তারিত আলাপে সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত, এই প্রথম সাতক্ষীরা থেকে পাঠানো কোন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ হলো। এর আগে করোনা সনাক্তকৃত সাতক্ষীরার উত্তর কাটিয়াস্থ (সুমনের) নমুনা সংগ্রহ করা হয়েছিল তার কর্মস্থল যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে। কিন্তু এবারই প্রথম সাতক্ষীরা থেকে করোনার উপসর্গ নিয়ে নমুনা সংগ্রহ করে পাঠানোর রিপোর্ট আজ পজেটিভ এসেছে অর্থাৎ এটাই সাতক্ষীরা থেকে সনাক্তকৃত প্রথম রুগি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT