ঢাকা (সকাল ৭:০৬) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাঘাটায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎের তারে ঝুলে থাকা যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৫৮, ১৯ জুলাই, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতিকে না জানিয়ে এবং মেইন লাইন বন্ধ না করে কাজ করতে গিয়ে ১৫ মিনিট ধরে ১১ হাজার ভোল্টের তারে আটকে থাকা আল-আমিন নামের সেই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গতকাল রোববার ভোর রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে ১৬ জুলাই বিকেল ৫টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ১ নম্বর রেলগেট (সবুজ বাংলার মোড়) সিএনজি স্ট্যান্ডে ১৫ মিনিট ধরে ১১ হাজার ভোল্টের তারে আটকে থাকে। পরে কন্ট্রোল রুমে ফোন দিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত যুবক আল-আমিন (২০) গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটের ভবানিগঞ্জ গ্রামের আবু বক্করের পুত্র।

গতকাল রোববার বোনারপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এ.জি.এম আব্দুল হালিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান (ভারপ্রাপ্ত) গোলাপ হোসেন জানান, ঠিকাদার ও নিহতের পরিবারের একটি আপোষ নামা সাঘাটা থানা বরাবর পাঠিয়েছি।

আল-আমিনের দায়িত্বরত ঠিকাদার রওশন আলীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT