সাঘাটায় ভূমি আইন, সেবা, কর, ই-মিউটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৮:১৯, ২৯ জুন, ২০২০
আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ২দিন ব্যাপী ভূমি আইন, ভূমি সেবা, ভূমি কর ও ই-মিউটেশন বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিলেটর মঞ্জুুর সামাদ, সার্ভেয়ার আকতার হোসেন প্রমুখ।