সাঘাটায় ভলেন্টিয়ার তৈরী ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৯:০৪, ১৩ জুলাই, ২০২০
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় দ্রুত ভলেন্টিয়ারী সেবা প্রদানের উদ্দেশ্যে ভলেন্টিয়ার তৈরি ও সচেতনতা বৃদ্ধি মূলক ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
গতকাল সোমবার উপজেলার বোনার পাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউডিএফ মঞ্জুর সামাদ, বোনারপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের স্টেশন অফিসার মমতাজুল, সাব অফিসার আব্দুল হামিদ, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানাসহ অন্যরা।
এসময় সাঘাটা উপজেলা দমকল বাহিনী, আনছার ভিডিপিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।