ঢাকা (সকাল ১০:২৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঘাটায় বঙ্গমাতার ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার সন্ধ্যা ০৬:১০, ৮ আগস্ট, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার উপজেলা পরিষদ হল রুমে ৮ই আগষ্ট ২০২১ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

আলোচনা শেষে শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন তার বক্তব্যে বলেন- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহিয়ষী নারী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্নভাবে অনুপ্রেরণা যোগিয়েছেন। যাতে আগামী প্রজন্মরা তাকে অনুসরণ করতে পারে এজন্য নারীদের প্রতি আহব্বান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT