ঢাকা (রাত ১১:২৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় বিএস কোয়াটার ভাঙ্গার সময় বাঁধা দেওয়ায় কর্মকর্তাকে মারপিট

সাঘাটায় বিএস কোয়াটার ভাঙ্গার সময় বাঁধা দেওয়ায় কর্মকর্তাকে মারপিট
সাঘাটায় বিএস কোয়াটার ভাঙ্গার একাংশ

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock রবিবার সকাল ১১:২৫, ২০ আগস্ট, ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিএস কোয়াটার ভাঙ্গার সময় বাধা দেওয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারপিটের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বোনারপাড়ায় অবস্থিত উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বাসভবনটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকার সুযোগে স্থানীয় আজহার আলী নামের এক ব্যক্তি
এলাকার কিছু সুযোগ সন্ধানীদের সহযোগীতায় রাতের আধারে ভবনটি জবর দখল করে। ঘটনার দিন গত শনিবার দিনের বেলায় ভবনটির সামনের অংশ ভেঙ্গে ফেলার খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তার
নির্দেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান কোকিল বাধা দিলে তার উপর চড়াও হন। এক পর্যায়ে তাকে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ওই কর্মকর্তাকে উদ্ধার করেন ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে
নিয়ে যান।

উক্ত ঘটনায় জড়িত আজহার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন ব্যবস্থা নেব, আজ রবিবার ঘটনাস্থলে পুলিশ পাঠাবো। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইছাহাক আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT