আসাদ খন্দকার রবিবার সন্ধ্যা ০৭:৫৭, ১০ মার্চ, ২০২৪
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্যোগ প্রস্তুতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।
কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনোরঞ্জন বর্মন, ফায়ার সার্ভিসের ইনচার্জ জাফর, এনজিও প্রতিনিধি ফিরোজ প্রমুখ। শেষে ফায়ার সার্ভিসের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রদর্শন করেন।