সংসদ সদস্যের কুয়েতে মানবপাচার সংক্রান্ত সংবাদটি ভুয়া : পররাষ্ট্রমন্ত্রী
![পররাষ্ট্রমন্ত্রী](https://meghnanews.com.bd/wp-content/uploads/2020/02/09c31ead8467a18f1561a075a1ac981d-5e3edc00ed875.jpg)
নিজস্ব প্রতিনিধি
রবিবার রাত ০৮:২২, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
বাংলাদেশের একজন সংসদ সদস্যের কুয়েতে মানবপাচার সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।রবিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা শুনেছি এটা ফেক নিউজ। আমাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই। আমাদের মিশন ওখান থেকে কোনও খবর দেয়নি। আমরা এখনও জানি না। এটা বোধহয় কোনও একটা পত্রিকায় বের হয়েছিল এবং পরবর্তীতে ওই পত্রিকাই বলেছে এর সত্যতা সম্পর্কে সন্দেহ আছে।’