ঢাকা (সন্ধ্যা ৬:০৮) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock শনিবার দুপুর ০২:১৭, ২০ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা লুটপাট ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ মার্চ ) সকালে শহরের চৌমোহনা চত্তরে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট,বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মাখন লাল দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রুত পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পিযুষ কান্তি সেন,সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিষ্ণুপদ ধর,সাধারণ সম্পাদক নিপেন্দ্র পাল।

বক্তারা সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT