ঢাকা (সন্ধ্যা ৭:৩৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার Clock রবিবার সন্ধ্যা ০৭:৫৯, ১২ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার করোনায় মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ টিটি অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন (৬৫)।

১১ জুলাই শনিবার রাত পৌনে ১০ টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায়   তিনি মৃত্যু বরন করেন বলে জানা যায়।
মৃত ব্যক্তির  পারিবারিক সুত্রে জানা গেছে, তিনিকে গত ৪ জুলাই করোনা উপসর্গ নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় এবং  ঐদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষা করা হলে রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন।

রোববার ১২ জুলাই দুপুরে তার মরদেহ শ্রীমঙ্গলে  নিয়ে আসা হয়। বিকেল ৩ টার দিকে ইকরামুল মুসলিমীন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের তত্বাবধানে তার মরদেহ দাফন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সিএমএইচ থেকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ গোসল ও কাপন পড়িয়ে কফিনে ভরে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গলেও যতাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত্যুবরনকারীদের সৎকারে নিয়োজিত ইকরামুল মুসলিমীন সংগঠনের মাধ্যমে মরদেহ দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT