শেখ হাসিনার বিচারের দাবিতে গৌরীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ
ওবায়দুর রহমান শুক্রবার রাত ০৯:১৪, ১৬ আগস্ট, ২০২৪
গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৫ আগস্ট বৃহস্পতিবার পৌর শহরের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে দলীয় নেতা-কর্মীরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক, সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, এসএম দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ জেলা মহিলা দলেট সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম মিল্টন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইছেন। এই সরকারের নির্দেশে অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।