শিবচরে ১৯ ঘন্টার পর ডোবা থেকে দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার
মীর এম ইমরান,মাদারীপুর বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৩, ১ জুলাই, ২০২১
মাদারীপুরে শিবচরে উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামের একটি ডোবা থেকে আব্দুর রহমান নামে ২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রহমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন পূর্ব কাঁচিকাটা গ্রামের হায়দার হাওলাদারের মেজ ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল বুধবার দুপুরে শিশু আব্দুর রহমান বাড়ির উঠানে খেলতে খেলতে হঠাৎ কোথায় যেন হারিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানের খোঁজাখুজির ও শিবচর থানার পুলিশকে অবহিত করেন,রাতে শিবচরের বিভিন্ন স্থানে মাইকিং করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল আটটায় বাড়ি সংলগ্ন একটি ডোবায় আব্দুর রহমানের লাশ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোকজন ডোবা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। ডোবায় পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারনা।
আবদুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।