শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন গৌরীপুরের গোলাম মোহাম্মদ
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার রাত ০২:৪৬, ১৪ ডিসেম্বর, ২০২০
বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয়ের ৪৯ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান-২০২০’ শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঢাকায় ইকোনোমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গুণীজন সম্মাননা অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের টিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ (জিএম)।
বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-সভাপতি এম. গফুর উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ও মহাসচিব এম এইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদের হাত থেকে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম.নাজিমউদ্দীন আল আজাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন, আইপি টিভি ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার এএসপি কবি মোঃ নুরুল ইসলাম বিপিএম, ইস্টার্ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান বঙ্গরত্ন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহ-সভাপতি কবি ইকবাল হোসেন ভ‚ইয়া, নিউজ টেন এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।