ঢাকা (ভোর ৫:১৬) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিক্ষক সংবর্ধনা দিলো প্রাক্তন ৩ ছাত্রকে

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার দুপুর ০১:৩২, ২৩ ডিসেম্বর, ২০২৪

নি:সন্দেহে একজন ছাত্রের যে কোনো সফলতা বা ভালো কাজ শিক্ষকের মাথা উঁচু করে তোলে। সফল ছাত্রদের গল্প বলে শিক্ষকরা আনন্দিত হয়। নিজ কর্মস্থলে তারুণ্যদীপ্ত সফলতার জন্য প্রাক্তন তিন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন শিক্ষক নূরুল আমিন।

জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদরাসার ছাত্র ছিলেন মো. শরীফুল ইসলাম, মো. নুরুননবী ও রাসেল আহাম্মেদ।

সে সময়ে আরবী ও ফিকাহ বিভাগের প্রভাষক ছিলেন মাওলানা মো. নূরুল আমিন। দেশের বহুল প্রচারিত সংবাদপত্র “দৈনিক ইত্তেফাক ” পত্রিকার দাউদকান্দি সংবাদদাতা হিসেবে কাজ করছেন মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান), মো. নুরুন নবী ও মো. রাসেল আহাম্মেদ রাফি কুমিল্লা দায়রা ও জজ আদালতে আইনজীবী হিসেবে সুনামের সহিত কাজ করছেন। প্রাক্তন ছাত্রদের এমন তারুণ্যদীপ্ত সৃজনশীল পেশা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবধান রাখায় খুশি হয়ে এই তিন প্রাক্তন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন ঐ শিক্ষক।

রোববার রাতে উপজেলার গৌরীপুর বাজার ঈদগা মাঠে অনুষ্ঠিত তাহফিজুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শুভেচ্ছা স্মারক তাদের হাতে তুলে দেন। হাফেজ ছাত্রদের পাগড়ী পড়ান হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যন হুফফাজ শায়খ আব্দুল হক।

 

অনুষ্ঠানে রোটারিয়ান মো. কামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন—কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হাসেম।

বক্তব্য রাখেন—দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা জামায়াতের আমীর মো. শামীম সরকার বিজ্ঞ। উপস্থিত ছিলেন— গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে কেরাত তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি আহমদ বিন ইউসুফ আল-আজহারী, বিশ্বজয়ী হাফেজ মাও: নাজমুস সাকিব, বিশ্বজয়ী ক্বারী শেখ শহিদুল ইসলাম, বিশ্বজয়ী ক্বারী আবুজার গিফারী। সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী সংগীত সংগঠন কলরবের শিল্পী- মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, এ ইমরানুল ফারহান, আবির হাসান, ইলিয়াস আমিন, হাসিনুল ইসলাম, ইকবাল মাহমুদ, শাফিন আহমাদ, ইয়াসিন হায়দার, হাফেজ ইসমাইল, তাওহিদ জামিল, ফজলে এলাহি সাকিব ও, সালমান সাদী, নাসরুল্লাহ ইরফান, হুসাইন আদনান, এ আহনাফ খালিদ ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT