ঢাকা (রাত ৮:০৬) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লালমনিরহাটে ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে ছাত্র- ছাত্রীর সংঘর্ষ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ০১:১৭, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে লালমনিরহাট জেলা সদরের বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। তারা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সুত্রপাত ঘটেছে বলে জানা যায়। একাধিক সুত্রে জানা যায়, ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে বিদ্যালয় চলাকালে এদিন দুপুর বেলা ১০ম শ্রেণীর কয়েকজন ছাত্র অতর্কিতে ৯ম শ্রেণীতে আসেন এবং এলাপাথারি মারধোর শুরু করলে উভয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে এ সংঘর্ষ বাঁধে। এতে উভয় শ্রেণীর মেহেদি হাসান, বাতাস মিয়া, কালাম মিয়া, আশরাফুল আলম, তামান্না, শাপলা, খাদিজা, শারমিন, আলপনা নামে ছাত্র-ছাত্রীরা আহত হলে তাদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেনা বেগম মিনা বলেন  তিনি বিদ্যালয়ের দায়িত্ব শিক্ষকদের উপর দিয়ে সকাল সাড়ে ১১ টায় রংপুর বিএড কলেজের উদ্দেশ্যে রওনা দেন। রংপুর পৌছাঁর পরপরই তিনি এ ঘটনা জানতে পেয়ে আবার দ্রুত বিদ্যালয়ে ফিরে আসেন এবং ঘটনার বিবরণ শুনেন। তিনি ঘটনাটি তদন্তের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। তারা ৭ দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT