ঢাকা (সকাল ১০:২৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লালমনিরহাটে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্নহত্যা

আত্নহত্যা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ০৮:৫৯, ১৮ নভেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে মমতা আক্তার (১৫) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার (১৮ নভেম্বর) দুপুরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত মমতা সদর উপজেলার হারাটি ইউনিয়নের হীরামানিক এলাকার মোকলেছার রহমানের মেয়ে। সে হীরামানিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মা-বাবাকে না জানিয়ে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাড়ির বাইরে বের হয়ে পরদিন (শনিবার) সন্ধ্যায় বাড়ি ফিরে মমতা আক্তার। না জানিয়ে বাড়ির বাইরে অবস্থান করায় মা বকাঝকা দেন তাকে। এ অভিমানে শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মমতা।
রোববার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT