ঢাকা (রাত ৩:২৬) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লালমনিরহাটে তিস্তা চুক্তিসহ ১০ দফা দাবীতে কৃষক সমিতির সমাবেশ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার বিকেল ০৫:০৮, ২৬ মে, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : সরাসরি কৃষকের কাছে থেকে সিন্ডিকেট মুক্তভাবে লাভজনক মূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু, কৃষি উপকরণের দাম কমানো, তিস্তার পানি চুক্তি সহ ১০ দফা দাবীতে অবস্থান ও সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

রবিবার, ২৬ মে দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি নাজমুল হক খাজা।

সমাবেশে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা কমিউনিষ্ট পাটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মধুসূদন রায় মধু প্রমুখ।

অবিলম্বে ১০ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান বক্তারা। অন্যথায় দ্রুত দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT