ঢাকা (সকাল ১১:১৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


লালমনিরহাটে কুখ্যাত মাদক সম্রাট গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

লালমনিরহাটে কুখ্যাত মাদক সম্রাট গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সন্ধ্যা ০৭:০১, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮টি মাদক মামলার আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলাম মিঠুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে।
আজ সোমবার ভোরে সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ী সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।
সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ টি মাদক মামলার আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলাম মিঠুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে।
আজ সোমবার ভোরে সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ী সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।
এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ৪ জন পুলিশও সদস্য আহত হয়েছে। সাজেদুল ইসলাম মিঠু ওই উপজেলার বড়বাড়ী সাদেক নগর এলাকার নজীর হোসেনের পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানান ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে ৮টি মাদক মামলার আসামি সাজেদুল ইসলাম মিঠুসহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। ওই হামলায় সদর থানা পুলিশের এসআই নুর আলম, এএসআই ইসরাফিলসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
এ সময় সাজেদুল ইসলাম মিঠু ফেন্সিডিলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার ওপর গুলি চালায়। এতে সাজেদুল ইসলাম মিঠুর দুপায়ে গুলিবিদ্ধ হয়। অভিযানে তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলাম মিঠু ও আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম-সেবা) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT