ঢাকা (সকাল ৯:১৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লকডাউনে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock সোমবার রাত ০১:০৮, ২৮ জুন, ২০২১

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে গণপরিবহন বন্ধ থাকলে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।

রোববার (২৭ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, প্রবাসীদের কাজে ফেরানো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হয়েছে।

এদিকে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে দেশের অভ্যন্তরে ফ্লাইট বন্ধের সুপারিশের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বেবিচক।

গত ৪ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নির্দেশনায় জানানো হয়, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ থেকেও এসব দেশে কোনো ফ্লাইট যাবে না।

এছাড়া কুয়েত এবং ওমান থেকে কেউ দেশে আসলে তিনদিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক ও গ্রিস থেকে এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT