ঢাকা (সকাল ৬:৪৫) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাণীনগরে বন্যার পানিতে ভেসে গেছে প্রায় ১৬লাখ টাকার মাছ

নওগাঁর রাণিনগর উপজেলার কাটরাশইন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া একটি পুকুর
নওগাঁর রাণিনগর উপজেলার কাটরাশইন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া একটি পুকুর

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock শনিবার ১২:২৪, ৮ আগস্ট, ২০২০

নওগাঁর রাণীনগরে এবারের দুই দফা বন্যায় পুকুরের মাছ পানিতে ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে উপজেলার মাছচাষীদের। বিশেষ করে কাশিমপুর, গোনা, সদর ও বড়গাছা ইউনিয়নের মাছচাষীরা বেশি ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। পুকুরের মাছ হারিয়ে এখন তারা চোখে সরষের ফুল দেখছে। অধিকাংশ মাছচাষীরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলো। উপজেলার ৩২টি পুকুরের মাছ হঠাৎ আসা বন্যার পানিতে ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ১৫লাখ ৭৪হাজার টাকা।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এবারের বন্যায় জেলার আত্রাই উপজেলার পুকুরের মাছ সবচেয়ে বেশি পানিতে ভেসে গেছে। এই উপজেলার ৩০৭টি পুকুর থেকে ২১কোটি টাকা মূল্যের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। বন্যায় ৫৬৩টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে করে জেলার কয়েকটি উপজেলার ৩১৮জন মাছচাষী ক্ষতিগ্রস্থ্য হয়েছে। জেলার আত্রাই উপজেলা উত্তরবঙ্গের মৎস্যভান্ডার হিসেবে পরিচিত। এই উপজেলায় উৎপাদিত মাছের সুনাম রয়েছে দেশজুড়ে। সম্প্রতি হয়ে যাওয়া দুই দফায় বন্যায় আত্রাই উপজেলার ৩০৭টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। নওগাঁ সদর উপজেলার ১৩৪টি পুকুর থেকে ২কোটি ৪৩লাখ টাকা মূল্যের মাছ, মান্দা উপজেলার ৭০টি পুকুর থেকে ৫১লাখ টাকা মূল্যের মাছ, পোরশা উপজেলার ২০টি পুকুর থেকে ৩০লাখ টাকা মূল্যের ও রাণীনগর উপজেলার ৩২টি পুকুর থেকে ১৫লাখ ৭৪হাজার টাকা মূল্যের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে করে জেলায় বন্যার পানিতে ২৫কোটি ৫লাখ ২৪হাজার টাকার মাছ ভেসে গেছে।


উপজেলার কাটরাশইন গ্রামের মাছচাষী মন্টু সিপাই বলেন নদীর বেড়িবাঁধ ভেঙ্গে হঠাৎ করেই পানি প্রবেশ করে আমার পুকুরের মাছ সব পানিতে ভেসে গেছে। মাছের সঙ্গে সঙ্গে ভেসে গেছে আমার সবকিছু। কারণ এই পুকুরের মাছই ছিলো আমার শেষ সম্বল। আমি ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলাম। ভেবেছিলাম কিছুদিন পর মাছ বিক্রি করে ঋণগুলো পরিশোধ করবো। কিন্তু তা আর হলো না। এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। তাই যে সব মাছ চাষীরা ঋণ নিয়ে মাছ চাষ করে বন্যায় ক্ষতিগ্রস্থ্য হয়েছে সেই সব চাষীদের যদি সরকারের পক্ষ থেকে আর্থিক ভাবে সহায়তা করা কিংবা ভুর্তকি না দেয়া হয় তাহলে মাছচাষীদের পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ হোসেন জানান বন্যায় যে সব উপজেলার মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন তাদের একটি তালিকা তৈরি করেছি। সেই তালিকাটি সরকারের কাছে পাঠিয়ে দিবো। পরবর্তিতে যদি ক্ষতিগ্রস্থ্য মাছচাষীদের জন্য আর্থিক ভাবে কিংবা সরকারের পক্ষ থেকে সহায়তা আসে তাহলে সেগুলো মাছচাষীদের মধ্যে বিতরন করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT