ঢাকা (সকাল ৮:১৩) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


“যা কিছু অর্জন হয়েছে তা একমাত্র যুব সমাজের মাধ্যমেই” -ডেপুটি স্পীকার

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার সন্ধ্যা ০৬:১০, ১১ নভেম্বর, ২০২০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উক্ত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। তিনি বলেন- যা কিছু অর্জন হয়েছে তা একমাত্র যুব সমাজের মাধ্যমেই। জননেত্রী শেখ হাসিনা দেশের ভাগ্যাহত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী মীর জাফরেরা এখনও দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ বিশৃঙ্খলা ঠেকাতে বর্তমান যুব সমাজের বিকল্প নেই। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনা উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষক লীগ আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা জোবায়দুর রহমান, শফিকুল ইসলাম, সোহেল রানা, জেলা ছাত্রলীগ নেতা জাকিউল করিম হিরন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT