ঢাকা (রাত ১০:৫৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


যশোরের বিভিন্ন উপজেলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বুধবার রাত ১০:৫৪, ১১ নভেম্বর, ২০২০

কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় সমগ্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবলীগনেতা আলমগীর সিদ্দিকী টিটো, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওহেদুজ্জামান মিন্টু, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হোসাইন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামিম রেজা, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেজওয়ান হোসেন লিটন, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ হাসানুজ্জামান টিটো।

অপরদিকেমনিরামপুর উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার সন্ধায় বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জাকজমকের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কেক কাটা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী। ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত করিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগনেতা দ্বীন ইসলাম, হরেন দাস, বজলুর রহমান, আতিয়ার রহমান, বিল্লাল হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল, যুবলীগনেতা মন্জুর আলম, সুফিযান, রহিম, ইব্রাহিম, শাহাআলম, মিলন, ছাত্রলীগনেতা মাহবুর, রাকিব, রাসেল প্রমূখ।এছাড়া যশোর এর অন্যান্য স্থানে আয়োজন সফলভাবে পালিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT