মৌলভীবাজারে পালিত হলো জাতীয় উৎপাদনশীলতা দিবস
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৬:০৬, ২ অক্টোবর, ২০১৯
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২ অক্টোবর, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালী শেষে মুন হল,সার্কিট হাউস হল রুমে অনুষ্টিত হয়।
২ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম আহমদ মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ, মৌলভীবাজার -০৩ আসনের এমপি নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মলিকা দে, বিসিক শিল্পনগরী উপ-ব্যবস্থাপক মোঃ মাহবুবুল রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিল্পনগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।