মৌলভীবাজারের জনবহুল এলাকায় ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার বৃহস্পতিবার দুপুর ০৩:১৪, ২২ এপ্রিল, ২০২১
মৌলভীবাজার শহরের জনবহুল এলাকা কুসুমবাগে ২১ এপ্রিল বুধবার সকাল ১১ ঘটিকার দিকে রিপন দেব নাথের যে ৪ লক্ষ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছিলেন। রিপন দেব নাথ আসলে তা সঠিক নয় বলে জানান নিজেই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে এ ঘটনা সাজিয়েছেন বলে মৌলভিবাজার থানা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। রিপন দেবনাথ (২৫) তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াস নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভুজবল গ্রামে। তার পিতার নাম মীর মোহন দেবনাথ।
মৌলভীবাজার মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়,ভুক্তভোগী রিপন দেবনাথকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে।তখন রিপন জানান, তিনি ১ বছর পূর্বে ঢাকায় বারডেম জেনারেল হাসপাতাল-২ এ ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।এর মধ্যে শ্রীমঙ্গলের শমসেরগঞ্জ বাজারে ফয়সল মনছুরের সাথে রেডিয়েন্স ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা শুরু করেন।ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায় রিপন অনেকের কাছ থেকে টাকা এনে ঋণগ্রস্থ হয়ে পড়েন।
পুলিশ আরও জানায়, রিপনের বিষয়ে তথ্য ও তার বক্তব্য অনুযায়ী তার ৪ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ যথেষ্ট গড়মিল দেখতে পেয়ে পরে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইয়াছিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মশিউর রহমানের নেতৃত্বে এ বিষয়ে তদন্তে উঠে আসে এক আসল কাহিনী।
পুলিশের তদন্তে জানা যায়, রিপন বিভিন্ন পাওনাদারদের ঋন পরিশোধ না করেই ফয়সল মনছুরের পাওনা ৬ লাখ টাকা পরিশোধের দিন ধার্য্য করেছিলেন। সে ব্যাংক থেকে কোন টাকা না তুলেই নিজেকে ছুরিকাঘাত করে ও ছিনতাইয়ের বিষয়ে সাজানো কাহিনী বলে।
পরবর্তীতে পাওনাদার ফয়সল মনছুর ও পুলিশের সামনে রিপন নিজে এই ঘটনাটি সাজান বলে অকপটে স্বীকার করে ফেলেন। একইসাথে শহরে এই ছিনতাইয়ের ঘটনা ছড়িয়ে পড়ায় জনমনে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন।