ঢাকা (সকাল ৮:৪৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মেঘনায় ডাকাতি প্রস্তুতি : পুলিশ অভিযানে অস্ত্রসহ ১০জন গ্রেফতার

মেঘনা উপজেলা ২১৮০৮ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার দুপুর ০২:১৪, ১৫ জুন, ২০১৯

কুমিল্লার মেঘনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে লুটেরচর ইউনিয়নের কান্দারগাও সি.এন.জি স্ট্যান্ডের পূর্বে শেখেরগাঁও যাওয়ার রাস্তা থেকে ১০ জন ডাকাত গ্রেফতার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেন মেঘনা থানা পুলিশ।

জানা যায়, গত ১৪ই জুন ২০১৯ তারিখে থানায় ডায়েরিভুক্ত ৩৭৪নং জিডি তদন্ত করার জন্য এস.আই মামুন মেঘনা থানাধীন কান্দারগাঁও সি.এন.জি স্ট্যান্ডের পূর্বে শেখেরগাঁও যাওয়ার রাস্তায় ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সংবাদ পান এবং মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সাহেবের নির্দেশে অতিরিক্ত ফোর্স হিসাবে এস.আই আসেকুল ইসলাম, এস.আই নাজিম উদ্দিন, এস.আই সালামত সঙ্গীয় ফোর্সসহ এস.আই মামুন-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। মেঘনা থানা পুলিশের সফল অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০জনকে আটক করা হয়।

পুলিশের ধাওয়া খেয়ে আরো বেশ কয়েক জন পালিয়ে যায়।
এবিষয়ে পুলিশ বাদী হয়ে মেঘনা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। গতকাল ১৪জুন ২০১৯ তারিখের মামলা নম্বর ৪।
আটককৃতদের পরিচয় নিশ্চিত হয়ে তা প্রকাশ করেন মেঘনা থানা পুলিশ। আটককৃত আসামীরা হলোঃ
১।মোহাম্মদ রাসেল, পিতাঃ শফিক, সাংঃ ভবেরচর, গজারিয়া, মুন্সীগঞ্জ।
২। মমিনুর রহমান, পিতাঃ হাজী আমির হোসেন, সাংঃ পৈক্কার পাড়, গজারিয়া, মুন্সীগঞ্জ।
৩। আবুল বাশার, পিতাঃ মৃত ফিরোজ মিয়া, শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা।
৪। মাসুম সরকার, পিতাঃ বাবুল সরকার, সাংঃ লক্ষ্মীপুর, মেঘনা, কুমিল্লা।
৫। সিদ্দিক সরকার, পিতাঃ বাবুল সরকার, সাংঃ লক্ষ্মীপুর, মেঘনা, কুমিল্লা।
৬। মোহাম্মদ ফেরদৌস, পিতাঃ শহিদুল্লাহ বেপারী, সাংঃ চরবাঊশিয়া, মেঘনা, কুমিল্লা।
৭। আলামিন, পিতাঃ বাহাদুল্লা, সাংঃ পুরাচক বাউশিয়া গজারিয়া।
৮। মাকসুদ আলম, পিতাঃ মৃত আব্দুর রাজ্জাক, সাংঃ জাঙ্গালিয়া, বন্দর, নারায়ণগঞ্জ।
৯। রবিউল আউয়াল, পিতাঃ মৃত ফয়েজ উদ্দিন, চড়বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।
১০। মোঃ ইমরান, পিতাঃ মৃত আক্তার হোসেন, দড়ি বাঊশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT