মুসলিম প্রতিবেশীর ব্যবহারে মুগ্ধ হয়ে ফরাসি মা ও মেয়ের ইসলাম গ্রহণ
নিজস্ব প্রতিনিধি রবিবার বিকেল ০৪:০২, ২৬ ডিসেম্বর, ২০২১
মুসলিম প্রতিবেশীর সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে মেয়েসহ এক ফরাসি মা ইসলাম গ্রহণ করেছেন। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) তুরস্কের আইডেন প্রদেশের এক মসজিদে তারা ইসলাম গ্রহণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও মেয়ের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ে। সবাই তাদের অভিনন্দন জানাতে থাকেন। ভিডিওতে একজন তুর্কি ইমামের সামনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, মা ও মেয়েকে তুর্কি ইমামের মুখে মুখে কালেমা পাঠ করেন। কালেমা পাঠের সময় তাদের পাশে একজন হিজাবি নারীকেও দেখা যায়। এ সময় মা ও মেয়েকে তুর্কি ভাষা অনুবাদ করে দিতে একজন ফরাসি দোভাষীও উপস্থিত ছিলেন।
মা ও মেয়ের ইসলাম গ্রহণের ঘটনায় সমাকি যোগাযোগা মাধ্যমে অনেকে তাদের অভিবাদন জানান। অনেকে লিখেছেন, ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ, ইসলামফোবিয়া ও ঘৃণার পরিবেশ ক্রমাগত বাড়ছে। তবে এসবের মধ্যেও ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন।