মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১০:০৬, ১২ মার্চ, ২০২০
মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার: আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এই ধারণাকে সকল মানুষের মাঝে পৌঁছে দিতে সারাদেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন- ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের কাজ শুরু করেছি। এরইমধ্যে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। ঝোপঝাড় পরিষ্কার আছে, আরো করা হবে। নালা-নর্দমা পরিষ্কার করা আছে, আরো করা হবে। শহরের সকল সড়ক থাকবে থকথকে-ঝকঝকে। এটা নিয়মিত কাজ, তবে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম চলছে।’ ডেঙ্গু, করোনাসহ ভাইরাস ও ছোঁয়াচে রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এসময় শহরের গন্যমাণ্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।