ঢাকা (রাত ১১:৩৫) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মিরপুরের কাটদহচর বালুচরের খয়বারের RHRB ভাটায় ব্যাপক আকারে কাঠের ব্যবহার:ইটের সাইজ নির্ধারিত মাপের চেয়ে ছোট

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:০৬, ৮ জানুয়ারী, ২০২০

রফিকুল ইসলাম:  কুষ্টিয়া মিরপুরের কাটদহচর বালুচরের RHRB Bricks এ ব্যাপক আকারে কাঠের ব্যবহার হচ্ছে। এ ভাটার মালিক হাজী মো: খয়বার আলী। ইটের সাইজ নির্ধারিত মাপ(১০”*৫”*৩”) এর চেয়ে ছোট সাইজের। ভাটার ২কিমি এর মধ্যে কোন আবাস্থল না থাকার নিয়ম থাকলেও ভাটার একেবারে পাশেই রয়েছে স্কুল এবং তৎসংলগ্ন স্থানেই রয়েছে বাড়ি-ঘর। তাছাড়াও কাঠ ব্যবহার করছে নির্বিঘ্নে সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করেই। এছাড়া আশে-পাশের ফসলী জমি ও ফসল ব্যাপক আকারে নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট ও ঘড়-বালিতে ধুলা-বালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়াও পাশেই স্কুল থাকাতে কোমলমতি বাচ্চাদের লেখা-পড়ার ক্ষতি সাধিত হচ্ছে এবং নি:শ্বাসের ভাটার ধুয়া ও ধুলা-বালি প্রবাহিত হওয়ায় অতি সহজেই তারা শ্বাস নালী সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। অভিভাবক ও সূশীল সমাজ এ ব্যাপারে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়াও এলাকার গাছ কেটে সাবাড় করে দেওয়ায়য় একদিকে যেমন বাতাসে অক্সিজেন এর পরিমাণ কমে যাচ্ছে অন্যদিকে তেমন কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর বিভিন্ন শ্বাসতন্ত্র জনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং বায়ুদূষণ বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। পরিবেশে ক্ষতিকর টক্সিক কার্বন মনো অক্সাইড বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী বিভিন্ন টক্সিসিটিতে আক্রান্ত হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT