ঢাকা (সন্ধ্যা ৭:৪৭) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মায়ের নামে ’ছাবেরা’ ফাউন্ডেশনের উদ্যোগে অতিরিক্ত সচিবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ১০:৫৯, ৮ জুন, ২০২১

ভোলার চরফ্যাশনে ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে সাধারন মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন এবং ছাবেরা ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর উপকার ভোগীদের মাঝে প্রদানের উদ্বোধন করেন।

মঙ্গলবার (৮জুন) সকাল ১০ টায় দিবে চরফ্যাশন উপজেলার জিন্নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ছাবেরা ফাইন্ডেশনের অফিস সংলগ্ন মাঠে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন এবং শশীভুষন থানার রসুলপুর ইউনিয়নে ছাবেরা ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর উপকার ভোগীদের মাঝে প্রদানের উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন এবং ছাবেরা ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর উপকার ভোগীদের মাঝে প্রদানের উদ্বোধন করেন- ছাবেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভোলার সন্তান স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, ঢাকা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন।

পরে তিনি বাশির দোন বাজার হইতে ভাষান চর ক্লোজার ভায়া ফরাজীর হাট রাস্তার ৪৮ মিঃ আর সি সি ব্রীজ, কতুবগঞ্জ বাজার রোড হইতে পশ্চিম দিকে কাশেমগঞ্জ বাজার ইউপি রোড উন্নয়ন, দক্ষিন আইচা ছাবেরা খাতুন স্কুল,জিওবি রক্ষনাবেক্ষনেরর কাজ সহ চরফ্যাশনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকল্পের পরিচালক প্রকৌশলী মমিন মজিবল হক সমাজী , এলজিইডি ভোলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মামুন আল ফারুক,চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন,উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT