মানবতার মশাল জ্বেলে সমাজকে আলোকিত করা এক তরুণের গল্প
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার রাত ১০:১৯, ২৯ মার্চ, ২০২২
আমার খুব পছন্দের একজন ছোট ভাই। নাম–তৌফিকুল ইসলাম রুবেল। মানবতাবাদী সুস্পষ্ট একজন মানুষ। নিরবে নিভৃতে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করেন। স্বপ্ন দেখেন সুন্দর স্বপ্ন বিনির্মাণের।
দুর্যোগকালীন প্রতিটি আঘাতে প্রাচীর হয়ে মানুষের জন্য কাজ করেন। হাজার হাজার অসুস্থ ও শয্যাশয়ী রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে দাউদকান্দি উপজেলায় এক অনন্য নজির গড়েছেন। প্রচারবিমুখ এই মানুষটি চান সকলকে নিয়ে ভালো থাকতে।
করোনাকালীন সময়ে আপদগ্রস্ত মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজেও স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন, মানুষের ভালোবাসা ও প্রার্থনায় সেই ধকল কাটিয়ে আবারও মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন।
তার স্বপ্ন বাস্তবায়নে তার ডাকে আরও কিছু তরুণ যুবা ঝাঁপিয়ে পড়েন মানুষের জন্য।
হতে পারে এ সমাজের তরুণদের জন্য সে এক অনুপ্রেরণার ‘বাতিঘর’।