ঢাকা (রাত ১২:১৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:১৮, ২ নভেম্বর, ২০১৯

মীর এম ইমরান স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’

এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে মাদারীপুর স্বাধীনতা অঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে মাদারীপুর এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম। মাদারীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতির সভাপতিত্বে ও আবৃত্তি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান,

সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, জেলা সমবায় কর্মকর্তা মো: হারুনুর রশীদ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন রুপরিয়া পাবসস এর সভাপতি মো: ইদ্রিস শিকদার।

অনুষ্ঠান শেষ ২ জন দুগ্ধ খামারী মঙ্গলী রানী ওঝা ও উকিল নাগ কে ১ লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করেন। এছাড়া ক্রিস্টালের তৈরী শোপিস আপেল, খরগোস, জামরুল আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপহার দেন কুকরাইল ভূমিহীন সমবায় সমিতি লি: এর সভাপতি খাদিজা আক্তার। জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ যৌথভাবে এর আয়োজন করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT