ঢাকা (ভোর ৫:০১) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরে ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, আদালতে শিকার

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শুক্রবার ১২:০২, ৩০ এপ্রিল, ২০২১

মাদারীপুরের কালকিনিতে মায়ের পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যা করেছেন তোফাজ্জেল হোসেন। আজ দুপুরে মাদারীপুর আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন তিনি।

গত ২৫ এপ্রিল রোবরাব রাতে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি মাদারীপুরের কালকিনির গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সাথে পরকীয়ায় সম্পর্ক গড়ে তোলে। দেড় মাস আগে মিনারা, রশিদের সাথে চলে যায়। তোফাজ্জেলের মনের ভেতর শুরু হয় মানসিক যন্ত্রনা। লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করে তোফাজ্জেল। সেই অনুযায়ী রোববার রাত ১০টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করে। পরে তোফাজ্জেল বিষ পান করে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে নিহত রনির মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাশাপাশি তোফাজ্জেলকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।

সুস্থ হলে মাদারীপুর আদালতে তাকে তোলা হলে তিনি মহামান্য বিচারকের কাছে তার এ জবানবন্ধি দেন।পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল বলেন, মহামান্য আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT