ঢাকা (রাত ১১:১১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মরহুম জারীফ আলী’র সমাধিতে তার মা টুম্পা

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock সোমবার দুপুর ০১:৪১, ১ ফেব্রুয়ারী, ২০২১

ড্যাফোডিল একটি অভিমানী ফুলের নাম ফুলটি রাতে ফোটে রাতেই ঝরে যায় কেউ জানেনা ফুলটির কি এমন অভিমান! ড্যাফোডিল ফুলের মতো নিষ্পাপ শিশু জারিফ আলী জীবনের কাব্য এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্বপ্ল আয়ুর জীবন প্রদীপ নিভে যায় শিশু জারীফ আলীর

মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকেই আস্বাদন করতে হবে একথা চির শাশ্বত হয়তো বা জারীফ আলী জীবনকালের সমাপ্তি রেখা এতোটুকুতেই সীমাবদ্ধ ছিলো আরকথা মানতেই হবে যে মৃত্যু আল্লাহর ইশারায় হয়ে থাকে কিন্তু এই মর্মান্তিক মৃত্যুর দু:স্বপ্নের কালরাত্রি কথা আজো ভুলতে পারে নি তার বাবামা স্মৃতিবিজড়িত দিনগুলো সামনে এসে লণ্ডভণ্ড করে দেয় তাদের আগামীর দিনগুলো তবুও মানতে হয় মেনে নিতে হয়

দাউদকান্দিমেঘনার (কুমিল্লা) সাংসদ মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার দৌহিত্র দাউদকান্দি উপজেলা পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী জৈষ্ঠ্য ছেলে জারীফ আলী সমাধিতে গিয়ে দোয়া মুনাজাত করলেন তার মা রুহানি আমরীন টুম্পা

তার গর্ভধারিণী মা ছেলের কবরের পাশে গিয়ে অঝর চোখের জলে কেঁদে বুক ভিজিয়ে মহান আল্লাহতালালার কাছে ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সেই সাথে দাউদকান্দিমেঘনাবাসির কাছে ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া প্রার্থনা করেছেন তার মা রুহানি আমরীন টুম্পা




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT