ঢাকা (সন্ধ্যা ৬:১৬) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ময়মনসিংহ-৩ আসনের নৌকার এমপি হিসেবে শপথ নিলেন পপি

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১০:৩২, ১৫ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে ৭ জানুয়ারি ৯১টি কেন্দ্রের ও ১৩ই জানুয়ারি স্থগিত ১টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠানের পর ১ হাজার ৯২৫ ভোটে এডভোকেট নিলুফার আনজুম পপি বিজীয় হন।

এই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি মোট ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT