ঢাকা (বিকাল ৫:৫৮) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

ভোলা জেলা ২২১৩ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৯, ১৩ অক্টোবর, ২০২২

ভোলার বাংলাবাজার একটি মালবাহী ট্রলির নিচে চাপা পড়ে মো. আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।  পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ভোলার উপ- শহর বাংলাবাজার এলাকায় কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আইয়ুব আলী ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের মৃত  মিনাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধ বাংলাবাজার চৌরাস্তায় এক চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ঘাতক ট্রলিটি পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে বৃদ্ধের ডান পা ভেঙে যায় এবং মাথা আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে অভিযান চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT